দৌলতপুর থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ

# প্রার্থীরা ছুটছেন ভোটারদের নিকট, চাইছেন সমর্থন ও দোয়া #
# সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে সাজ সাজ রব #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বিএনপিকে সুসংগঠিত করা লক্ষ্যে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় দৌলতপুরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হচ্ছে দৌলতপুর থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ছাত্র বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সভায় সভাপতিত্ব করবেন দৌলতপুর থানা বিএনপির আহবায়ক এম.মুর্শিদ কামাল এবং সভা সঞ্চলনা করবেন দৌলতপুর থানা বিএনপি’র সদস্য সচিব শেখ ইমাম হোসেন। এছাড়া সভায় নগর বিএনপি, দৌলতপুর থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ইতোমধ্যে দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দৌলতপুর থানা বিএনপি। সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে দৌলতপুরে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতা-কর্মীদের মাঝেও বিরাজ করছে সাজ সাজ রব। দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে প্রার্থীরা দিন-রাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দোয়া ও সমার্থন প্রার্থনা করছেন। প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্লে-কার্ড, লাইটিং ও তোরণে ছেয়ে গেছে গোটা দৌলতপুর এলাকা। জানা গেছে, দৌলতপুর থানা বিএনপির সম্মেলনে সভাপতি পদে প্রতিদন্দ্বীতা করছেন দৌলতপুর থানা বিএনপির বর্তমান আহ্বায়ক ও সভাপতি প্রার্থী এম.মুর্শিদ কামাল এবং মোঃ শাহ্জী কামাল টিপু। সাধারন সম্পাদক পদে প্রতিদন্দ্বীতা করছেন দৌলতপুর থানা বিএনপির বর্তমান সদস্য সচিব ও সাধারন সম্পাদক প্রার্থী শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদন্দ্বীতা করছেন দৌলতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মতলুবুর রহমান মিতুল ও ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য জাহিদ হোসেন খসরু। ৫টি ওয়ার্ড ও একটি ইউনিয়নের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ৪২৬জন কাউন্সিলর তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ৩টি পদের যোগ্য নেতা নির্বাচন করবেন বলেও জানা গেছে।
এ ব্যাপারে দৌলতপুর থানা বিএনপি’র বর্তমান সদস্য সচিব ও সাধারন সম্পাদক প্রার্থী শেখ ইমাম হোসেন জানান, বিগত প্রায় ১৭ বছর বাংলাদেশে কোনো গনতন্ত্র ছিল না। এদেশের মানুষের গনতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, বাকস্বাধীনতা থেকে শুরু করে দেশের সামগ্রীক গনতন্ত্রকে ধ্বংস করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিগত দিনে দলের দুঃসময়ের রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি এবং হামলা মামলার শিকার হয়েছি। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণ অভ্যূত্থানের মাধ্যমে এদেশ হতে স্বৈরাচার বিদায় নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বিএনপিকে সুসংগঠিত করা লক্ষ্যে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় দৌলতপুরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হচ্ছে দৌলতপুর থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে সফল করতে ইতোমধ্যে থানা নির্বাহী কমিটির সভা শেষে ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটির নেতৃবৃন্দ সভা সফলে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। আমি সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে বলতে চাই, আমি নির্বাচিত হলে, দৌলতপুর থানার দলীয় নেতা-কর্মীদেরকে সুসংগঠিত করে দলকে আরো শক্তিশালী করাসহ জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ¦ রাকিবুল ইসলাম বকুলকে বিপুল ভোটে বিজয়ী করবো। দৌলতপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল বাস্তবায়নে গঠিত মিডিয়া কমিটির সদস্য সচিব আল-আমিন সরদার রতন জানান, একটি দীর্ঘ সময় আমরা ফ্যাসিবাদি হাসিনার স্বৈরাচারি সরকার ও প্রশাসনের মাধ্যমে নির্যাতন, হামলা-মামলা শিকার হয়েছি। পরিবার-পরিজন রেখে পালিয়ে বেড়িয়েছি। তবুও দলের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে গেছি। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণ অভ্যূত্থানের মাধ্যমে এদেশ হতে স্বৈরাচার বিদায় নিয়েছে। আজ আমরা ঘরে ঘুমাতে পাচ্ছি, পুলিশ হয়রানী করছে না। আমি অত্যন্ত আনন্দিত দীর্ঘদিন পর হলেও উৎসব মুখর পরিবেশে দৌলতপুর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমি বিশ^াস করি কাউন্সিলরা তাদের ভোটের মাধ্যমে এমন যোগ্য নেতা নির্বাচন করবে যে নেতারা কর্মীদের দুর্দিনে, দুঃসময়ে পাশে ছিল ও সাহস জুগিয়েছে এবং কর্মীদের সার্বিক কল্যানে কাজ করবে।