স্থানীয় সংবাদ

মানব পাচার প্রতিরাধে সরকারের সার্বিক অগ্রাধিকার রয়েছে : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ঃ খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, মানব পাচার একটি ঘৃণ্য অপরাধ। মানব পাচার প্রতিরাধে সরকারের সার্বিক অগ্রাধিকার রয়েছে। কোথাও যদি মানব পাচারের ঘটনা ঘটে বা কেউ যদি ধারণা করতে পারেন যে তিনি প্রতারিত হয়ে পাচারের শিকার হতে যাচ্ছেন সাথে সাথে তিনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। প্রশাসন তাৎক্ষণিকভাবে সার্বিক সহযোগিতা প্রদান করবে। পাচার প্রতিরোধে তিনি জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, পাচার বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে দিনব্যাপী এই পটগান ও নাটিকা প্রদর্শনীর উদ্যোগকে স্বাগত জানান। ১৬দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২ ডিসেম্বর সোমবার শহীদ হাদিস পার্কে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী নাটিকা ও পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোতাহার হোসেন, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং উইনরক ইন্টান্যাশনাল-এর কমিউনিকেশন এন্ড এ্যাওয়ারনেস বিভাগের প্রোগ্রাম অফিসার মাসনুন হক। জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা সৃষ্টিতে রূপান্তর-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে উইনরক ও এসডিসিকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই উদ্যোগ চলমান রাখার আহ্বান জানান। উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল-এর তত্ত্বাবধানে রূপান্তর খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় “আশ^াস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের পক্ষ থেকেই দিনব্যাপী নাটিকা ও পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button