স্থানীয় সংবাদ
চোরাপথে ভারতে প্রবেশের সময় তিন নারীসহ চারজন বেনাপোলে গ্রেফতার

যশোর ব্যুরো ঃ অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বিজিবি’র সদস্যরা ৪ বাংলাদেশীকে গ্রেফতার করেছে। এর মধ্যে তিনজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থান্য়া সোমবার ২ ডিসেম্বর ১১(সি) ধারায় মামলা হয়েছে। এ দিন বিকালে তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,মাদারীপুর জেলার রাজৈর থানার দিঘীরপাড় গ্রামের গোলক বড়ৈ’র এর ছেলে গৌতম বাড়ৈ,নড়াইল জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের তামিজ মোল্লার মেয়ে শিল্পী মোল্লা, একই গ্রামের তোরফু মোল্লার স্ত্রী মোসাঃ বিউটি খানম ও খুলনা জেলার সদর উপজেলার টুটপাড়া এলাকার মৃত আব্দুস সালামের মেয়ে রুমি আক্তার। গ্রেফতারকৃতরা বেনাপোল সীমান্তে চোরাপথে ভারতে পাড়ি জমানোর সময় বিজিবি’র সদস্যরা গ্রেফতার করে।