স্থানীয় সংবাদ

প্রাথমিক পর্যায়ে ৫৬জন খেলোয়াড় বাঁছাই

# অনুর্ধ্ব-১৫ খুলনা জেলা ফুটবল দল গঠণ #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগে অংশগ্রহণের জন্য খুলনা জেলা দল গঠণের লক্ষে খেলোয়াড় বাঁছাই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে দ্বিতীয় দিনেরমত এ বাঁছাই অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে বাঁছাইয়ে মেট্রোপলিটন এলাকাসহ সকল উপজেলার প্রায় তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে দ্বিতীয় দিনে প্রাথমিক পর্যায়ে ৫৬জন খেলোয়াড়কে বাঁছাই করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় বাঁছাইকৃত খেলোয়াড়দের মাঠে উপস্থিত হয়ে চুঁড়ান্ত বাঁছাইয়ে অংশ নিতে হবে। বাঁছাইকৃত খেলোয়াড়দের ডাক্তারী পরীক্ষা ঢাকা থেকে আগত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টিম এ মাসে খুলনায় আসবে। বাঁছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উপপরিচালক আবুল হোসেন হাওলাদার, জেলা ক্রীড়া অফিসার মো. বখতিয়ার রহমান গাজী, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য এম এ জলিল, মঈনুল ইসলাম টুটুল ও মনিরুজ্জামান মহসীন, জিএম রেজাউল হক, কোচ ইমতিয়াজ হোসেন পিলু, খালিদ সাইফুল্লাহ, ইমরোজ, এজাজ আহমেদ, মনির শেখ, সজীব হাওলাদার ও জিয়া।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button