স্থানীয় সংবাদ

খালিশপুরে ভোটার যাচাই বাচাই কমিটির দু’ নেতার বাড়িতে ক্ষুব্দ নেতা-কর্মীদের হামলা

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে বিএনপির সম্মেলনকে সামনে রেখে দু’ গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়ছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার থানা বিএনপির ভোটার যাচাই বাচাই কমিটির দু’ নেতার বাড়িতে হামলা ও অবরুদ্ধ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। নেতা-কর্মীরা জানান, আগামী ৭ ডিসেম্বর খালিশপুর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যাদেরকে ভোটার করা হয়েছে তাদের মধ্যে কোন কোন ভোটার নিয়ে নেতাদের আপত্তি রয়েছে। সেই আপত্তিগুলো যাচাই বাচাই করার দায়িত্ব পড়েছে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক স ম আঃ রহমান, যুগ্ম আহবায়ক শেখ সাদী ও যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়ার ওপর। তারা যথারীতি যাচাই বাচাই শুরু করেন। কিন্তু একটি পক্ষের পছন্দের লোকেরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে-এমনই গুজবে তারা ক্ষুব্দ হয়ে মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিএনপি নেতা জিয়ার গোয়ালখালিস্থ বাসায় হামলা চালায়। এ সময় তারা তার বাসা অবরুদ্ধ করে রাখে। অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। তারা সংখ্যায় হবে ৩০/৪০ জন। এ ঘটনার পরপরই সংক্ষুব্দ ওই নেতা-কর্মীরা খালিশপুর পৌর সভার মোড়ে জড়ো হয়। তারা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক স ম আঃ রহমানের বাসায় চড়াও হয়। এ সময় তারা তাকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় আঃ রহমান বাসায় ছিলেন না। তিনি বাসার পাশেই ছিলেন। উত্তেজিত নেতা-কর্মীদের চেচামেচি শুনে তিনি নিরাপদ স্থানে চলে যান বলে নেতা-কর্মীরা জানান। বিএনপি নেতা আরিফ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের ১৫ জন ভোটার বাদ দিয়েছে। সে ব্যাপারে দৌড়ঝাপ করছি। এসব হামলার ব্যাপারে কিছু জানি না।” ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন,“ জিয়া ভাই আমার ওয়ার্ডে প্রকৃত দলের ৩/৪ জনের নাম বাদ দিয়েছে। তাই শুনতে তারা গিয়েছিল। আমি তাদের রাগ করেছি। বলেছি, আমি তো মহানগরে বিষয়টি জানায়ছি। তারা বলেছে, এমন কোন ঘটনা ঘটেনি। তাছাড়া আমরা বিকেল ৪টার দিকে মহানগর অফিস থেকে ফিরে আসি। এসব ঘটনা ঘটেছে তার কিছুই জানি না।” মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া তার বাসায় হামলার কথা স্বীকার করে বলেন, “আমি তখন বাসায় ছিলাম না। বাসার লোকজন হামলাকারীদের চিনতে পারিনি। তবে তারা অকথ্যভাষায় গালিগালাজ করেছে। একই ঘটনা ঘটেছে আরেক বিএনপি নেতা আঃ রহমানের বাসাও বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button