স্থানীয় সংবাদ

১৩ ডিসেম্বর গণসংলাপ সফলে গণসংহতি আন্দোলনের ফুলতলায় প্রচারপত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার গণসংলাপ সফলের লক্ষ্যে মঙ্গলবার গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলার শ্যামনগর, খুলনা জেলার ফুলতলার আটরা শিল্পাঞ্চল ও যশোর জেলার অভয়নগর উপজেলায় মতবিনিময় সভা, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। ৩ডিসেম্বর বিকেলে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। এ এলাকায় গণসংযোগের নেতৃত্ব দেন, গণসংহতি আন্দোলন, শ্যামনগর উপজেলা সংগঠক সাংবাদিক জি,এম আলফাত হোসেন। এদিকে বিকেল ৩টায় খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ণগেট বাজার এলাকায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান শেখ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ। বক্তব্য রাখেন, সুলতান হোসেন সরদার, নাদিরা খাতুন, পিপলু সরদার, মফিজুর মোল্লা, রমজান মোল্লা, সেলিনা বেগম, কুলসুম বেগম,সামেলা বেগম, পলি বেগম, নিলুফা বেগম প্রমুখ। সভা শেষে সন্ধ্যায় আটরা শিল্প এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়। বিপুল সংখ্যক নারী-পুরুষ-ছাত্র-পথচারী, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও পাটকল শ্রমিকদের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়। অন্যদিকে যশোর জেলার অভয়নগর উপজেলার নাউলীবাজার, রানাগাতি ও আশেপাশের এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। গণসংযোগে নেতৃত্ব দেন, গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলার আহবায়ক রাফেজা বেগম ও সদস্য সচিব সামস সারফিন সামন। এসময় উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান শেখ,মুন্নাসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button