স্থানীয় সংবাদ
নগরীতে মাদকসহ তিন কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ মাদকমুক্ত নগরী গড়তে খুলনা মেট্রোপলিটন তৎপরতা অব্যাহত রেখেছে। খুলনা সদর থানা পুলিশ ২ ডিসেম্বর দুপুরে নগরীর ১নং কাষ্টমঘাট ইমরান ট্রেডার্স এর সামনে থেকে আফজাল মোল্লা (৫৫) নামের মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ৩০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে খুলনা সদর থানা পুলিশ ২ ডিসেম্বর দিবাগত রাতে নগরীর হাজী মহসীন রোড থেকে ১) মোঃ কামাল শেখ (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। অন্য দিকে খানজাহান আলী থানা পুলিশ ২ ডিসেম্বর রাতে নগরীর পথেরবাজার পুলিশ চেকপোস্ট খুলনা-যশোর মহাসড়ক থেকে মোঃ জাহিদুল শেখ (৩০) নামের মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে।