নগরীর বৈকালীতে দিনে দুপুরে মোটরসাইকেল চুরি ঃ থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর থানাধীন বৈকালী এলাকায় দিনে দুপুরে একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টায় আদ্দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পুলিশ বক্সের সামনে থেকে মোটরসাইকেলটি উধাও হয়ে গিয়েছে। এঘটনায় গতকালই খালিশপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী আবু বক্কর। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার খালিশপুর থানা এলাকার এন এইচ ১৪৪ রোডের বাসিন্দা আহমদ গাজীর ছেলে আবু বক্কর মঙ্গলবার দুপুরে বৈকালী আদ্দ্বীন/আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পুলিশ বক্সের সামনে তার মোটর সাইকেলটি রেখে যায়। পরে এসে দেখে সেখানে তার মোটর সাইকেলটি নেই। চুরি হয়ে যাওয়া লাল রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল (যার রেজিস্ট্রেশন নং- খুলনা মেট্রো-হ-১৩-৬৪৫৪, ইঞ্জিন নং- JZYWKA56252, চেসিস নং- PUSB44BY2KTD20817) কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে মোটরসাইকেলটি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাইনি। মোটরসাইকেলটি ফিরে পেতেই তিনি মঙ্গলবার খালিশপুর থানায় এই অভিযোগটি দিয়েছেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। মোটরসাইকেলটি উদ্ধারসহ চোর চক্রকে ধরার অভিযান অব্যাহত রয়েছে।