স্থানীয় সংবাদ

মোল্লাহাট উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ : আহত ৫০

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। উপজেলার গাওলা ইউনিয়নের সারুলিয়া আলিয়া মাদ্রাসা মাঠে গত রবিবার বিকেলে দলীয় কর্মী সভায় এ সংঘর্ষে অন্তত ৫০ নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মাঝে ২০ জনকে মোল্লাহাট উপজেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে উভয় গ্রুপের নেতা-কর্মীরা জানান। মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ বলেন, বিভিন্ন কারণে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমানকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এরপর থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতায় রবিবার বিকালে স্থানীয় সারুলিয়া আলিয়া মাদ্রাসা মাঠে গাওলা ইউনিয়ন বিএনপির কর্মী সভা চলছিল। এসময় অব্যাহতি প্রাপ্ত আহ্বায়ক শেখ হাফিজুর রহমান ও হারুন আল রশিদের নেতৃত্বে ২/৩’শ সন্ত্রাসী চাইনিজ কুড়াল সহ সভাস্থলে এসে হট্রগোল শুরু করে এবং মারামারি হয়। এক পর্যায়ে বিএনপি কর্মীদের প্রতিবাদের মুখে স্থান ত্যাগ করতে বাধ্য হয় সন্ত্রাসীরা। পরে শান্তি শৃঙ্খলা বিবেচনায় সভার কার্যক্রম স্থগিত করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া জানান, সন্ত্রাসী হামলায় আমাদের ৪০/৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার জন্য হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ দুই নেতা। প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমান বলেন, জেলা বিএনপির আহ্বায়ক তালিম সাহেবের একক স্বাক্ষরিত পত্রে তাকে অন্যায়ভাবে অব্যহতি দেয়া হয়েছে। তার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ওই সভায় যায় এবং তার নামে মিছিল করে। এমন সময় তিনি নিজেই মিছিল থামাতে চেষ্টা করেন। এ সময় মঞ্চ থেকে নেতৃবৃন্দ চলে যায় এবং মাদ্রাসা ভবনের ২ ও ৩ তলা থেকে ইটের আধলা ছুড়ে তাকে হত্যা চেষ্টা করা হয়। এতে তার অনুসারী বহু নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি। অপর নেতা হারুন আল রশিদ বলেন, আমি সহ আমাদের প্রিয় নেতা শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ওই সভায় যাই। তখন আমাদের উপর হামলা করে দলে অনুপ্রবেশকারীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button