স্থানীয় সংবাদ

বাগেরহাটে চেতনা নাশক স্প্রে করে মোটর সাইকেল স্বর্নালংকার চুরি

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকায় একটি বসত বাড়ীতে চেতনানাশক ওষুধ স্প্রে করে বাড়ীর সকল কে অজ্ঞান করে মোটরসাইকেল ও স্বর্নালংকার চুরি হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা গৃহকর্তা মোঃ শাহেদ শেখ (৪০) তার পিতা আব্দুল জলিল শেখ (৭৫) ও মাতা বেবী বেগম(৬০) কে অচেতন অবস্থায় উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে ভর্ত্তি করেছে। হাসপাতাল সুত্র ও এলাকাবাসী জানায়, অজ্ঞাত দুবৃর্ত্তরা সোমবার দিনগত রাতের যে কোন সময় শাহেদ শেখের বাড়ীতে চেতনা নাশক ওষুধ স্প্রে করে দেয়। এতে সকলে অচেতন হয়ে গেলে দুবৃর্ত্তরা বসতঘরে প্রবেশ করে একটি মটরসাইকেল ও বাড়ীর স্বর্নালংকার নিয়ে যায়। প্রতিবেশীরা সকালে এসে অচেতন ও অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্ত্তি করে দেয়। বিষয়টি বাগেরহাট সদর মডেল থানা পুলিশ কে জানানো হয়েছে। অপরদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার সিএন্ডবি বাজার কররী এলাকার আল- আমিন হাওলাদারের বাড়ীতে চুরি সংগঠিত হয়েছে। দিনের বেলায় বাড়ীতে কেহ না থাকার সুযোগে অজ্ঞাত চোরেরা ওই বাড়ীতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্নালংকার ও অন্যান্য মালামাল নিয়ে সটকে পড়ে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, দক্ষিন খানপুর গ্রামের শাহেদ সেখের বাড়ীতে অজ্ঞান পার্টির ঘটনায় পুলিশ খোজ-খবর নিচ্ছে। আর কররী এলাকায় দিনের বেলায় চুরির ঘটনায় থানায় কে অভিযোগ করে নাই। তবে চুরি- ডাকাতির বিষয়ে এলাকাভিত্তিক সকল কে সচেতন ও সতর্ক থাকার জন্য বলা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button