দৌলতপুর থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

# প্রধান অতিথি : বিএনপি’র খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত #
# নবনির্বাচিত সভাপতি এম. মুর্শিদ কামাল , সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল #
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বিএনপিকে সুসংগঠিত করা লক্ষ্য মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে দৌলতপুরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দৌলতপুর থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা বিএনপির আহবায়ক এম.মুর্শিদ কামালের সভাপতিত্বে ও দৌলতপুর থানা বিএনপি’র সদস্য সচিব শেখ ইমাম হোসেনের সঞ্চলনায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে দৌলতপুর থানা বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অনিন্দ্য ইসলাম অমিত। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই-আগস্টে গণঅভ্যূত্থানে শেখ হাসিনা বিতাড়িত হওয়ায় পর এদেশের মানুষ আনন্দে আছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। কিন্তু দিল্লি তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের ভালো কিছু দিল্লি কখনো ভালো চোখে দেখেনি। আগরতলায় আমাদের ডেপুটি হাইকমিশনে আক্রমণ, পতাকা ছিঁড়েছে তারা। নিজ বাড়িতে মেহমানকে আক্রমণ করাকে কাপুরুষ বলে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নগরীর দৌলতপুর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আজিজুল বারী হেলাল। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, খুলনা মহানগর জাসাস নেতা ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, আরব আলী সরদার, দৌলতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মতলুবুর রহমান মিতুল, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সেলিম আহসান, ওয়ার্ড বিএনপি সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মোঃ খবির উদ্দিন, লিয়াকত হোসেন লাভলু, মোঃ বিলায়েত হোসেন, মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আনসার আলী, খন্দকার ইকবাল কবির, শেখ আরমান হোসেন, রাকিবুল ইসলাম মিঠু, মাইনুল ইসলাম, মো.রাসেলুজ্জামান রাসেল, দৌলতপুর থানা যুবদল নেতা মোল্লা সোহেল, এম এম জসিম, মাহবুবুর রহমান, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম, আলামিন সরদার রতন, দৌলতপুর থানা ছাত্রদল নেতা আল-আমিন লিটন, মহিলা দল নেত্রী সালমা বেগমসহ দৌলতপুর থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগদান করেন। প্রথম অধিবেশন সম্মেলন শেষে সন্ধ্যায় দৌলতপুরস্হ ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের শেখ মতিউর রহমান অডিটেরিয়ামে কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হয়। ৫টি ওয়ার্ড ও একটি ইউনিয়নের কাউন্সিলদের ভোটের মাধ্যমে দৌলতপুর থানা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন এম মুর্শিদ কামাল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.মতলুবুর রহমান মিতুল। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।