ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় তেরখাদায় এক ব্যক্তি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার তেরখাদা উপজেলার শালিকদাহ এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নিউটন মজুমদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শালিক দাহের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিউটন উপজেলার শালিকদাহ গ্রামের মৃত প্রমথ মজুমদারের ছেলে। এদিকে এ বিষয়কে কেন্দ্র করে এলাকা জুড়ে সৃৃষ্টি হয়েছেঅ পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণ করেছে। জানা যায়,বলর্ধনা মোড় এলাকায় স্থানীয় বাসিন্দাসহ অনেকেই উত্তেজিত হয়। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অভিযুক্ত নিউটন কে গ্রেপ্তার করে নিয়ে যায়। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, অভিযুক্ত নিউটন মজুমদার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে তার ফেসবুক আইডিতে কটূক্তি ও আপত্তিকর একটি ভিডিও শেয়ার করেন। তার ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে এলাকার মুসল্লী মুন্নু শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। মঙ্গলবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে ওসি জানান।