স্থানীয় সংবাদ

কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ষোলহালিয়া গ্রামের শফিকুল ইসলাম মিস্ত্রির পুত্র উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আলম। বুধবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৩ নভেম্বর বাগালী ইউনিয়ন বিএনপি নেতা আঃ রহিম সানা সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনাটি হলো যে, কয়রা উপজেলার পাটিয়াখালী খালটি গত ২ এপ্রিল উপজেলা জলমহল কমিটির সিধান্ত মোতাবেক পদ্মা মৎস্যজীবি সমবায় সমিতির নামে ৩ বছরের জন্য ইজারা দেওয়া হয়। সেই মোতাবেক উক্ত সমিতির পক্ষে গত ২৩ নভেম্বর খালের বিষয়টি প্রচার করতে গেলে বিএনপি নেতা আঃ রহিম সানা ও তার পুত্র সুমন প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে নিয়ে আমাকে হুমকি প্রদান করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঐ ঘটনার প্রেক্ষিতে আমার পিতা গত ২৫ নভেম্বর কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১১৭০। বিএনপি নেতা রহিম সানা উক্ত খালটি দির্ঘদিন আওয়ামীলীগ নেতা কর্মীদের ছত্রছায়ায় জবরদখল করে রেখেছে। সংবাদ সম্মেলন তিনি আরও বলেন, আমাকে অস্ত্র দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সহ ছড়িয়ে পড়ে। উক্ত বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে তিনি বিভিন্ন ষড়যন্ত্র করে মিথ্যা অপ্রপচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button