স্থানীয় সংবাদ

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিক পালিত

োআশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় র‌্যালির মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়।
উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি কার্যালয়ের সামনে গিয়ে র ্যালী শেষ হয়। পরে বিআরডিবির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, বিএনপি’র (এক অংশের) সদস্য সচিব মোঃ জাকির হোসেন বাবু, যুগ্ম আহবায়ক খাইরুল আহসান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাউছুল হোসেন রাজ, বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ঢাকা আদাবর থানা বিএনপির দপ্তর সম্পাদক আবু সিদ্দিক লাকি, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আইরিন নাহার, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম সরোয়ার লিটন সহ বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি ও বেসরকারি এনজিও’র কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি রিপোর্টার্স ক্লাবের সভাপতির রাবিদ মামুদ চঞ্চল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাবেক সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক আসলাম লিংকন, দপ্তর সম্পাদক মাহাবুবুল হাসনাইন টুটুল, সদস্য শরিফুল ইসলাম শরীফ, নুরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন অতিথিবৃন্দ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা অংশ গ্রহন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button