সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা বোয়িং মোল্লার মৃত্যু : বিএনপি শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় সন্ত্রাসী হামলায় আহত ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭ টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উল্লেখ্য, গত শুক্রবার রাতে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে হামজা কেরাম টুর্নামেন্ট দেখতে যান বোয়িং মোল্লা। সেখান থেকে রাত সাড়ে ১০ টার দিকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি বর্ষণ করে। গুলির হাত থেকে তিনি প্রাণে বেঁচে গেলেও সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এবং ঘাড়ে আঘাত করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।
বিএনপি নেতার মৃত্যুতে মহানগর বিএনপির শোক: মহানগর বিএনপির অর্ন্তগত ৩০নং ওয়ার্ড বিএনপির সদস্য আমির হোসেন বোয়িং মোল্লার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (৪ ডিসেম্বর) প্রদত্ত শোক বিবৃতিতে নেতৃবৃন্দ অনতি বিলম্বে বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন। অনুরুপ বিবৃতি দিয়েছেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর, সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ।