স্থানীয় সংবাদ

যশোরে এক যুবকের কাছ থেকে কেনার কথা বলে ১২০৪ ডলার হাতিয়ে নিয়েছে

যশোর ব্যুরো ঃ প্রতারণার মাধ্যমে বাংলাদেশী দেড়লাখ টাকা মূল্যের ১২০৪ ডলার কেনার কথা বলে আরিফ হোসেন নামে এক প্রতারক আত্মসাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এঘটনায় প্রতারণার শিকার ইফতেখার রহমান সানি বুধবার ৪ ডিসেম্বর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। সে যশোর শহরতলী ঝুমঝুমপুর বিজিবি স্কুল রোড এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
অভিযোগে সানি উল্লেখ করেন, তিনি ফ্রিল্যান্সিং এর কাজ করেন। আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের ০১৬০৪৬০৬৯০৬ নং মোবাইল যুক্ত ওয়াটঅ্যাপ নাম্বারে ডলার ক্রয়ের বিষয় বাদি বিভিন্ন কথাবার্তা বলেন। গত ২৩ নভেম্বর বিকাল অনুমান ৬ টার সময় বাদি কথাবার্তা বলার এক পর্যায় প্রতারক আরিফ হোসেন বাদির কাছে অধিক মুনাফায় ডলার কেনার বিষয়ে প্রস্তাব দেয়। ৩০ নভেম্বর প্রতারক ডাচ বাংলা ব্যাংকের তার হিসাব হতে ৫শ’ টাকা বাদির ব্যাংকের হিসাব নং এবং পরবর্তীতে বাদিকে ১০৪ ডলারের বিপরীতে এনপিএসবি হিসাবে ১২৭০০ টাকা দেয়। যার কারনে প্রতারক আরিফ হোসেনকে বাদি বিশ^াস করে ফেলে। এরপর গত ১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টার সময় বাদি যশোর শহরের সিটি প্লাজায় অবস্থানকালে পাইওনির টু পাইওনির এর মাধ্যমে ১,২০৪ ডলার একইভাবে পাঠাই। পরবর্তীতে বাদিকে প্রতারক আরিফ কোন টাকা দেয়নি এবং আরিফ তার ফেসবুক পেজ নামে কুইক এক্সচেঞ্জার ও তার মোবাইল নাম্বার থেকে বাদিকে ব্লক করে দেয়। প্রতারক বাংলাদেশী টাকা দেওয়ার কথা বলে বাদির কাছ থেকে দেড়লাখ টাকা মূল্যের ১২০৪ ডলার হাতিয়ে নিয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button