স্থানীয় সংবাদ

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তি করায় তেরখাদায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধি ঃ মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তি করায় গতকাল আসরবাদ তেরখাদা সুপার মার্কেট চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, খুলনার তেরখাদা উপজেলার শালিকদাহ গ্রামের বাসিন্দা নিউটন মজুমদার (৪৫) মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে তার ফেসবুক আইডিতে কটুক্তি ও আপত্তিকর একটি ভিডিও শেয়ার করে। ভিডিওটা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে অভিযুক্ত নিউটন মজুমদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মুন্নু শেখ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। যার নং ০১, তারিখ: ০২/১২/২০২৪ইং। মঙ্গলবার অভিযুক্ত আসামী নিউটন মজুমদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এই ঘটনার জের ধরে গতকাল বুধবার আসরবাদ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা তেরখাদা বাজার সদরে একটি প্রতিবাদ মিছিল ও মিছিল শেষে সুপার মার্কেট চত্বরে একটি প্রত্বিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আবু বক্কার সিদ্দিকী, মোঃ ফয়জুল্লাহ, এমএ হাফিজ, মাওলানা ওলিউর রহমান সাদ্দাম, মাওলানা মোঃ আব্বাস আলী, মাওলানা রুবেল গাজী, মোঃ আমিনুল ইসলাম, শেখ রাজু হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মোঃ শাহ আলম, এম এ কাদের, মোঃ আল আমিন, তামিম, রেজানুর রহমান, অনিক মোল্যা, আশিক মোল্যা প্রমুখ। এসময় তেরখাদা উপজেলার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা, ইসকনের সদস্য নিউটন মজুমদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button