স্থানীয় সংবাদ

আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বীকৃতি প্রদান করার দাবিতে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি ঃ ৫ ডিসেম্বর বিশ^ মানবিক মর্যাদা দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বীকৃতি প্রদানসহ জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন (বিডিইআরএম) খুলনা জেলা শাখার সভাপতি সুব্রত কুমার মিস্ত্রি এর সভাপতিত্বে, অতিথি ছিলেন সলিসিটর প্রসেনজিৎ দত্ত, সভাপতি সম্মিলিত সামাজিক আন্দোলন, খুলনা জেলা শাখা। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিবপদ দাস, সাধারণ সম্পাদক, বিডিআরএম, খুলনা জেলা শাখা, রাজেন রবি দাস, প্রচার সম্পাদক, জয়দেব দাস, সভাপতি বটিয়াঘাটা উপজেলা শাখা, পবিত্র মন্ডল, হিসারক্ষণ কর্মকর্তা, গীতা ফাউন্ডেশন, মিতু মন্ডল, কৃপা দত্ত, সঞ্চিতা বিশ^াস, কার্তিক রামরাউত (হরিজন নেতা), শুভজ্যোতি মন্ডল, রতœা দাস, সবিতা দাস, দূর্গা দাস, বিজন দাস, রঞ্জিত দাস, লাবনী দাস, চিন্ময় দাস, স্বর্ণা বাগচী, স্বর্ণা মজুমদার, উপমা দাস, রকি দাস, সুমি দাস, সোনালি দাস সহ অর্ধশত দলিত নারী ও পুরুষ। সারা দেশের দলিত ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি ও এদের ওপর নির্যাতন বন্ধ করা সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এছাড়া দ্রব্যমূল্য দিনমজুর দলিতদের ক্রয় সীমার মধ্যে রাখার দাবি জানাই। দেশের সকল দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার ও সামাজিক নিরাত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধি সহ অবিলম্বে ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য আহবান জানান। এছাড়া সরকারের কাছে আরও দাবি জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে। দলিত জনগোষ্ঠী যতদিন না রাজনৈতিক ভাবে ক্ষমতায়িত হচ্ছে ততক্ষণ তাদের অধিকার নিশ্চিত হবে না, তাই রাজনৈতিক দলগুলোর কাছে আরো দাবি জানাই আপনাদের দলের বিভিন্ন কমিটিতে দলিত জনগোষ্ঠীর সদস্য অন্তভুক্ত করা হোক। আমরা আগামী জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর মধ্যে থেকে জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে অন্ততপক্ষে একজন মহিলা এমপির দাবি জানাচ্ছি দলিত জনগোষ্ঠীর জন্য সরকারি, আধা সরকারি স্বায়ত্ত্বশাসিত সকল ক্ষেত্রে চাকরির কোটা নিশ্চিত করার দাবি জানাই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button