স্থানীয় সংবাদ

লবণচরায় বিষাক্ত জেলি পুশকরা চিংড়িসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ৪ ডিসেম্বর রাতে খুলনা-মোংলা মহাসড়কের মৃধা কমপ্লেক্স এর বিপরীত রাস্তায় তল্লাশী চালিয়ে দু’ ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, নতুন বাজার (চর ভেঁড়িবাধ) এলাকার ইউসুফ আলী শেখের ছেলে শুকুর আলী শেখ (২৬) ও মাথাভাঙ্গা আশরাফুল সড়কের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে আমজাদ শেখ (৫৫)। এদের কাছ থেকে বিষাক্ত জেলি পুশকরা ৫০ কেজি চিংড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য তারা জেলি পুশ করার মতো অবৈধ পন্থা অবলম্বন করে। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে লবণচরা থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button