স্থানীয় সংবাদ

পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন খুলনার জেলা প্রশাসক

পাইকগাছা প্রতিনিধি ঃ সরকারী কর্মকর্তাদের সবাই সবাইকে সমন্বয় করে জনগণের বেশি বেশি করে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলায় সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী এস এম রিফাত-বিন-রফিক, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, ওসি সবজেল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুস সালাম কেরু ও আবু জাফর সিদ্দিকী রাজু, সাংবাদিক আলাউদ্দীন রাজা সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা কৃষি অফিস, উপজেলা ভূমি অফিস, রাড়–লী ইউনিয়নে অবস্থিত জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি রায়) রায়ের জন্মভিটা, দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভূবণ মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাড়ুলী ইউনিয়ন পরিষদ, রাড়–লী ইউনিয়ন ভূমি অফিস, দক্ষিণ সলুয়া আবাসন প্রকল্প, দক্ষিণ সলুয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ ছাড়া তিনি পাইকগাছা থানা ও পৌরসভ পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button