দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলনের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি ঃ ৫ ডিসেম্বর বিশ^ মানবিক মর্যাদা দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বীকৃতি প্রদান করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ। বৃহস্পতিবার বিকালে খুলনা প্রেসক্লাব চত্ত্বর খুলনা – এ বিশ^ মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বীকৃতি প্রদানসহ জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন (বিডিইআরএম) খুলনা জেলা শাখার সভাপতি সুব্রত কুমার মিস্ত্রি এর সভাপতিত্বে, অতিথি ছিলেন দৈনিক প্রবাহের সিনিয়র ফটো সাংবাদিক শেখ কামরুল আহসান, মাহবুর রহমান মুন্না, সলিসিটর প্রসেনজিৎ দত্ত । এছাড়া আরও উপস্থিত ছিলেন শিবপদ দাস, রাজেন রবি দাস, জয়দেব দাস, পবিত্র মন্ডল, মিতু মন্ডল, কৃপা দত্ত, সঞ্চিতা বিশ^াস, কার্তিক রামরাউত (হরিজন নেতা), শুভজ্যোতি মন্ডল, রতœা দাস, সবিতা দাস, দূর্গা দাস, বিজন দাস, রঞ্জিত দাস, লাবনী দাস, চিন্ময় দাস, স্বর্ণা বাগচী, স্বর্ণা মজুমদার, উপমা দাস, রকি দাস, সুমি দাস, সোনালি দাস সহ অর্ধশত দলিত নারী ও পুরুষ। সারা দেশের দলিত ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি ও এদের ওপর নির্যাতন বন্ধ করাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এছাড়া দ্রব্যমূল্য দিনমজুর দলিতদের ক্রয় সীমার মধ্যে রাখার দাবি জানাই। দেশের সকল দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার ও সামাজিক নিরাত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধি সহ অবিলম্বে ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য আহবান জানান।