স্থানীয় সংবাদ

কেসিসি কর্তৃক অবৈধ দখল উচ্ছেদে খুলনা নাগরিক সমাজের স্বস্তি প্রকাশ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর অবৈধ দখল উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এক যৌথ বিবৃতিতে এ স্বস্তি প্রকাশ করেন। নেতৃদ্বয় এ অভিযান পরিচালনায় কেসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, জন ও যান চলাচল নির্বিঘœ করতে এবং দখলদারদের হাত থেকে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে এ উদ্যোগ অব্যাহত রাখতে হবে। স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে এলাকা ভিত্তিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং প্রশাসনের সমন্বয়ে মনিটরিং এর ব্যবস্থাসহ দখলদারদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ এবং এব্যাপারে কেসিসি, কেডিএ, জেলা পরিষদ, কেএমপিসহ সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে এ ধারা অব্যহত রাখতে হবে। স্বার্থান্বেসী মহলের উৎকোচ বা চাঁদা আদায়ের বিনিময়ে দখলদারিত্ব বজায় রাখার ব্যাপারেও নজরদারীা প্রয়োজন বলে মনে করে সংগঠনটি। অন্যদিকে নেতৃদ্বয় খুলনায় ডেঙ্গুর মারাত্মক প্রাদূর্ভাব থেকে নগরবাসীকে রক্ষায় মশা নিধনে মূল শহরের পাশাপাশি এলাকা ভিত্তিক নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। অন্যথায় এটি আরও বেশি বিপর্যস্ত হতে পারে বলে বিবৃতিতে আশংকা প্রকাশ করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button