যশোরে যাত্রী সেজে অটো রিকশা চুরি করে পালাবার সময় চোর ধরা : অতপর গণধোলাই
যশোর ব্যুরো ঃ যাত্রী সেজে অটো রিকশায় চড়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে কৌশলে চুরি করে পালাবার সময় স্থানীয় জনগনের হাতে মনিরুল ইসলাম ওরফে ময়না নামে এক চোর ধরা পড়েছে। পরে তাদে গণধোলাই দিলে সে তার সহযোগীদের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দিবাগত গভীর রাতে মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ভগবতিতলার আরুজ আলীর ছেলে নয়ন হোসেন। মামলায় আসামী করেন, যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মনিরুল ইসলাম ওরফে ময়না, শহরের শংকরপুর টার্মিনাল এলাকার জনৈক নজুর বাড়ীর ভাড়াটিয়া ফোরকানের ছেলে বাপ্পা ও অজ্ঞাতনামা ১জন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গণধোলাইয়ের শিকার মনিরুল ইসলাম ওরফে ময়না কে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
মামলায় বাদি উল্লেখ করেন, তিনি পেশায় একজন অটো রিকশা চালক। প্রতিদিনের ন্যায় গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ১০ টার সময় তিনি তার ভাড়ায় চালিত অটো রিকশা দাইতলা থেকে শহরের উদ্দেশ্যে বের করেন। ওই দিন রাত অনুমান সাড়ে ৮ টার সময় তিনি অটো রিকশা নিয়ে মণিহার মোড়ে অবস্থানকালে ৩জন অজ্ঞাতনামা বাদির নিকটে আসেন। তারা যাত্রী সেজে এসে অটো রিকশা চালককে ধর্মতলা মোড়ে যেতে চাই। তখন বাদি ভাড়ার কথা বললে তারা বাদিকে জানান, বাদিকে লস করাবেনা বলে জানান। তখন বাদি তাদেরকে নিয়ে ধর্মতলায় গেলে তারা পুনরায় অটো রিকশা চালককে নিয়ে চাঁচড়া বাজার যেতে বলে। তখন তাদেরকে নিয়ে চাঁচড়া বাজারে গেলে উক্ত চোর বাদিকে শহরের গোলপাতা মসজিদের সামনে যেতে বলে। বাদি উক্ত ব্যক্তিদের কথা মতো উক্ত স্থানে দাড়ালে অজ্ঞাতনামা ১জন বাদিকে ভাড়া দেওয়ার কথা বলে বাদির রিকশা রাখার স্থান অনুমান ১শ’ গজ দূরে ভাড়া দেওয়ার কথা বলে মনিরুল ইসলাম ওরফে ময়না ও বাপ্পাদ্বয় বাদির রাখা রিকশা চুরি করে নিয়ে যাচ্ছে দেখতে পেয়ে দ্রুত ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে রিকশাসহ চোর চক্রের সক্রিয় সদস্য ময়নাকে ধরে বেধড়ক মারপিট করে।