স্থানীয় সংবাদ

উপদেষ্টা ব্রিগেঃ জেঃ সাখায়াত হোসেন’র বেনাপোল বন্দর পরিদর্শন

যশোর ব্যুরো ঃ কোন ইন্ধন নয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে। কিছু সময় বিভ্রান্তির সৃষ্টি হয়,এর জন্য দরকার সবার ঐক্যবদ্ধতা। নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) ড.এম সাখাওয়াত হোসেন একথা বলেন।
শুক্রবার ৬ ডিসেম্বর দুপুরে বেনাপোল বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক পথে বেনাপোল স্থল বন্দর পরিদর্শনে আসেন তিনি।বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনাল,আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল,চেকপোস্ট ইমিগ্রেশন ও চেকপোস্ট কাষ্টম পরিদর্শন করেন।
এসময় উপদেষ্টার সাথে ছিলেন এসময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব),যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম,বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান,যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমাডিংঅফিসার লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল¬াহ সিদ্দিকী,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসমিন,বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার,পোর্ট থানা ওসি মো. রাসেল মিয়া, ইমিগ্রেশন (ওসি) ইমতিয়াজ আহসান ভূঁইয়া প্রমুখ।
সাখাওয়াত হোসেন বলেন,আমি এসেছি ভারতীয় প্রোপাগান্ডায় ‘বাণিজ্য বন্ধ আছে কী না,চেকপোস্ট দিয়ে লোকজন কেমন যাতায়াত করছে’ তা দেখতে।আমাদের দেশ থেকে দ্বিতীয় বৃহত্তম সংখ্যক লোক যায় ভারতে।চিকিৎসার জন্য যায়।বাণিজ্যের জন্য যায়।না গেলে আমাদের কোন ক্ষতি নেই।আমাদের দেশ থেকে লোক কম যাচ্ছে, আসছেও কম।যতদিন ভারত আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করবে ততদিন লোক কম যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button