রূপসায় দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ মানিক নামের ১ ব্যক্তি

# পুলিশের হাতে আটক ১ #
রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার বাগমারা গ্রামের ইমরান হোসেন মানিক (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। সবুজ রঙের একটি প্রাইভেট কারে ৪ সদস্যের একদল দুর্বৃত্ত এই গুলির ঘটনা ঘটায় বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল ৪ টায় বাগমারা মর্ডান সী ফুডস নামের একটি মাছ কোম্পানির পাশে। সংগঠিত এ ঘটনায় পুলিশ রাসেল নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ জন্য আটক করেছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানাযায়, রূপসা উপজেলার বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের মাদকসেবী পুত্র ইমরান হোসেন মানিক স্থানীয় মর্ডান সী ফুডসের পাশে একটি চায়ের দোকানে বসে ছিল। বিকাল ৪ টার সময় বহিরাগত ৪ যুবক সবুজ রঙের একটি প্রাইভেটকার যোগে ঘটনাস্থলে এসে অস্ত্র উচিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। মানিক তখন ঘটনাটি আঁচ করতে পেরে দৌড়ায়ে পার্শ্ববর্তী একটি ভবনের দোতলায় উঠে গেলে সন্ত্রাসীরা সেখানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে দু’টি গুলি করে। গুলি দু’টি মানিকের হাতে ও কোমরে বৃদ্ধ হয়। মানিককে গুলি করে তারা দাম্ভিকতার সাথে ওই এলাকা ত্যাগ করে। পরে স্থানীয় জনগণ মানিককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর পর স্থানীয় ক্যাম্প পুলিশ ,সেনাবাহিনী ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে খুলনা মহানগরীর মোক্তার হোসেন সড়কের রাসেল (৩০) নামের এক যুবককে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। একই সাথে পুলিশ রাসেলের ব্যবহৃত মোটরসাইকেল খুলনা মেট্রো ল-১৩-৬৭৮৩ নম্বরের একটি হাং মোটরসাইকেল ও জব্দ করেছে। ঘটনার সময় ওই এলাকার জনসাধারণ সন্ত্রাসীদের ভয়ে দিক বিদিক ছোটাছুটি করে। সন্ত্রাসীরা ফিরে যাবার সময় পূর্ব রূপসার ১ নং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ইনামুল মীর নামের এক যুবককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে বলে প্রত্যক্ষদর্শী শওকত মীর জানান। এলাকাবাসী তথা পুলিশ সূত্র দাবি করেছে ,মাদক বিকিকিনি নিয়ে এই। গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। আহত মানিকের অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবার দাবি করেছে। এ ঘটনা ঘটার পর সন্ত্রাসীরা খুলনা মংলা হাইওয়ে রোড ধরে পালিয়ে যায়া। এ ঘটনায় খুলনা পুলিশ সুপার বলেন, আমরা কাজ করছি। আশা করছি অচিরেই তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে