স্থানীয় সংবাদ

উৎসব মুখর পরিবেশে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন : চলছে ভোট গননা

# সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলছে ভোট গ্রহণ #
# ১৩ পদের বিপরীতে ভোট যুদ্ধে লড়ছেন ৬৫ জন প্রার্থী #

মো. আশিকুর রহমান রহমান ঃ উৎসব মুখর পরিবেশে শুক্রবার (৬ ডিসেম্বর) নগরীর রেলিগেটস্থ মহেশ্বরপাশা কৃষ্ণমোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-১১৫৫)’র ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। ভোটাররা সুশৃঙখলভাবে লাইনে দাঁড়িয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কেন্দ্রসহ আশপাশের এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল চোখে পড়ার মতো। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-১১৫৫)’র ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন শুক্রবার (৬ ডিসেম্বর) স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। ৬টি বুথে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্টের সমন্বয়ে চলে ভোট গ্রহণ। ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৯’শ ১৮ জন। ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬৫ জন প্রার্থী। সভাপতি পদে ২ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৭ জন, সাঃ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম-সম্পাদক পদে ৪ জন, সহ-সাঃ সম্পাদক পদে ৬, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছে। এ ব্যাপারে সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল খালেক হাওলাদার জানান, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-১১৫৫)’র ত্রি-বার্ষিক সাধারন নিবাচন উৎসব উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী। আমি নির্বাচিত হতে পারলে সব সময় মজলুম মেহনতি ভাইদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবো। শ্রমিকদের সার্বিক কল্যানে কাজ করবো। উত্তরা জুটের ভোটার মো. অহিদুল ইসলাম সাদ্দাম জানান, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। এমন পরিবেশ সৃষ্টি করে ভোট গ্রহন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। সাত্তার জুটের ভোটার আব্দুল হাকিম জানান, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। এমন পরিবেশ সৃষ্টি করে ভোট গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই। এ ব্যাপারে নির্বাচনের পোলিং অফিসার খুলনা মহানগর কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক ডি.কৃষিবিদ মো. মাফিজুর রহমান জানান, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া নির্বাচন পরিচালনা কমিটির মুল কাজ। সুস্থ নির্বাচন উপহার দেয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে। এ ব্যাপারে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ খাঁন জানান, সুন্দর পরিবেশে ভোট হয়েছে। শ্রমিক ভাইয়েরা আনন্দের সাথে ভোট দিয়েছে। শ্রমিক ভাইয়েরা আমাকে নির্বাচিত করলে তাদের সার্বিক কল্যানে কাজ করবো এবং বিগত দিনে তাদের সাথে যে বৈষম্য হয়েছে, বৈষম্য নিরসনে কাজ করবো। দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-আমিন সরদার রতন জানান, ভোট নাগরিকের একটি গণতান্ত্রিক অধিকার। বিগত ১৭টি বছর শেখ হাসিনার আমলে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। গতকাল উৎসবমুখর পরিবেশে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেকদিন পর এমন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ দেখে অত্যন্ত খুশি ও আনন্দিত হয়েছি। এমন পরিবেশ সৃষ্টি করায় এই নির্বাচন পরিচালনা কমিশনকে ধন্যবাদ জানাই। এব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম রসুল খান জানান, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-১১৫৫)’র ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন সকাল ৮ টা হতে বিকাল ৫টা পর্যন্ত কৃষ্ণমোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলেছে। সুষ্ঠু নির্বাচনে পরিচালনার জন্য সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ৬টি বুথে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্টের সমন্বয়ে চলে ভোট গ্রহণ। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সকলকে উপহার দেওয়া এই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-১১৫৫)’র ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়ন করাসহ নির্বাচনী এলাকাতে প্রতিনিয়ত মনিটরিং করা হয়েছে। উল্লেখ্য, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-১১৫৫)’র ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান চেয়ারম্যান গোলাম রসুল খান, সদস্য সচিব মো. আজম সরোয়ার, আনসার উদ্দিন, আরব আলী সরদার ও মো. আজিজুল ফারাজী। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button