স্থানীয় সংবাদ
নগরীতে ডিবির অভিযানে দুই কেজি গাজাসহ মহিলা আটক

স্টাফ রিপোর্টার ঃ
নগরীতে মহানগর ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাজাসহ রিনা বেগম (৩৭) নামে এক মহিলা মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় নগরীর লবনচরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কেএমপি ডিবির সূত্রে মতে, কেএমপি ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় লবনচরা থানাধীন ঠিকারাবাদ রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার এলাকার বাসিন্দা কবির গাজীর স্ত্রী রিনা বেগমকে দুই কেজি গাজাসহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মহিলা দীর্ঘদিন যাবত খুলনা মহানগর এলাকায় গাজা ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকের আইনের মামলা দায়ের করা হয়েছে।