স্থানীয় সংবাদ
নগরীতে ৫৮ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে ৫৮ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন কেএমপি পুলিশ। আটক মাদক বিক্রেতা হচ্ছে আলি গাজী (৩৯) এবং মো: স্বপন (৪১)। গতকাল শনিবার দুপুরে খুলনা লবনচরা থানাধীন সাচিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছেন।
কেএমপি পুলিশ জানায়, খুলনা লবণচরা থানা পুলিশ গতকাল শনিবার দুপুরে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশী চালিয়ে জয়নাল গাজীর পুত্র অলি এবং মৃত সেকেন্দার আলীর পুত্র মোঃ স্বপনকে ৫৮কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।