শিরোমণি প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলা অনুষ্ঠিত

# শিরোমণি ইনজয় ক্রীড়া চক্র আয়োজিত #
স্টাফ রিপোর্টার ঃ খানজাহান আলী থানার শিরোমণি ইনজয় ক্রীড়া চক্র আয়োজিত শিরোমণি প্রিমিয়ার লীগ ( ২০২৪ ) ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বেলা ৩টায় শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিরোমনি তরুণ সংঘ ক্লাবের ক্রিড়া সম্পাদক শেখ আকিব জাবেদ । ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি খুলনা বিভাগীয় সহ-সভাপতি শেখ আয়েনুল আবেদিন মারুফ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ সমাজসেব ও সার্চ মানবাধিকার সোসাইটির সহ-সভাপতি ইফতেখায়রুল আলম বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক এস,এম, ইলিয়াস হোসেন, সার্চ মানবাধিকার সোসাইটি খানজাহান আলী থানা সভাপতি শেখ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক অয়ন, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, যুবদল নেতা মোঃ পলাশ হোসেন, তরুণ সমাজসেবক মিসেস তানিয়া সুলতানা। বক্তৃতা করেন মোহাম্মদ সজীব, মোহাম্মদ জামাল, মোঃ হায়দার, মোঃ মফিজ, কমলেশ, শাহাদৎ মুন্সি, ইরফান, তানভীর, শিবলু, শহীব, ফুয়াদ, ফেরদৌস, রাজন শেখ, শেখ কবির, শফিক প্রমূখ। দ্বিতীয় দিনের খেলায় অংশগ্রহণ করেন সার্চ মানবাধিকার সোসাইটি বনাম সচেতা বন্ধু মহল। খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়।