স্থানীয় সংবাদ

মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখা প্রয়োজন : খুবি উপাচার্য

# শাহ্নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, সমাজে অনেক শিক্ষার্থী রয়েছে, যারা অসম্ভব মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদের সঠিকভাবে বিকশিত করতে পারে না। উন্নত শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তারা নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। উচ্চশিক্ষার জন্য এ সকল অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আমাদের একটু সহযোগিতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ সঠিকভাবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, ‘শাহ্নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন’ সমাজের অসহায়, দুস্থ এবং অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ শিক্ষা ও সংস্কৃতির মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি মনে করি, এ ফাউন্ডেশন থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। পরবর্তী জীবনে তারাও এভাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে।
শাহ্নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও তাদের সামাজিক কর্মকা- অব্যাহত রাখবে এবং তাদের কর্মকা-ে উৎসাহী হয়ে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন উন্নয়ন ও সেবাধর্মী সংস্থা এবং প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় খুলনা বিএমএ মিলনায়তনে ‘শাহ্নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন’ কর্তৃক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপাচার্য এ কথা বলেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সৈয়দ তোশারফ আলী। তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন ও উন্নত বিশ্বের নানা দেশের শিক্ষা-সংস্কৃতির বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। একই সাথে শাহ্নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের কর্মকা-ে উৎসাহী হয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
ফাউন্ডেশনের সভাপতি এস এম শাহ্নওয়াজ আলী আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ বাগেরহাটের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শেখ আব্দুল আজিজ, খুলনা কোর্টের এপিপি এ্যাড. শেখ আলফাজ হোসেন, রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনার সাবেক সভাপতি সরদার হাছিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একুশে টিভির বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ বাগেরহাট, কাজি আজহার আলী কলেজ ফকিরহাটের ১৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন। এ সময় প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। এ সময় খুলনার বিশিষ্ট নাগরিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button