খালিশপুরে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে যুবদল কর্মীকে রক্তাক্ত জখম : গুলি উদ্ধার
![](https://dailyprobaha.com.bd/wp-content/uploads/2024/12/asfak.webp)
স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে আশফাক (২৮) নামরে এক যুবদল কর্মীকে রক্তাক্ত জখম করেছে। শনিবার রাত ৮টায় প্লাটিনাম মিল ২নং গেটে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পুলিশ ও যৌথ বাহিনী পরিদর্শন করেছে। তারা একটি গুলির খোসা উদ্ধার করেছে। বিএনপি নেতা সাখাওয়াত হোসেন জানান, যুবদল কর্মী আশফাক প্লাটিনাম ২নং গেটের বাসিন্দা মোঃ চুন্নুর ছেলে। সে যুবদল কর্মী। সে বাসা থেকে বের হয়ে ২নং গেটে চায়ের দোকানে বসে খোসগল্প করছিল। এমন সময় ৪/৫টি মটর সাইকেল যোগে সশস্ত্র আ’লীগ-যুবলীগ নেতা-কর্মীরা ওইখানে চড়াও হয়। তারা ধারালো অস্ত্র দিয়ে আশফাককে কোপাতে থাকে। এলাকায় তারা গুলি ছোড়ে। পুরো এলাকাবাসী আতংকগ্রস্ত হয়ে পড়ে। তারা জীবন বাঁচাতে দ্বিকবিদ্বিক ছুটাছুটি করে। পরে দুর্বৃত্তরা মটর সাইকেল যোগে এলাকা ত্যাগ করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে বিএনপি নেতা স্বপন জানান। শরীরের চার স্থানে তার কোপ লেগেছে। হামলাকারীরা আ’লীগ ও যুবলীগ রাজনীতির সাথে জড়িত বলে তিনি জানান। খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক বিক্রিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা ফাকা গুলিও করেছে বলে তিনি জানান।