স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় সমলয়ে উফসী উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে ঃ দিঘলিয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বোরো ধানের সমলয়ে উফসী জাত উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে সহায়তার জন্য উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জাহাঙ্গীর হোসেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনা। স্বাগত বক্তব্য পেশ করেন উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দিঘলিয়ার ৭১ জন কৃষকের মাঝে ৫০ একর জমির জন্য ৬০০ কেজি ব্রি-১০০ জাতের ধানের বীজ, সাড়ে ৪ টন ইউরিয়া সার, ২ টন ডিএপি সার ও আড়াই টন এমওপি সার বিতরণ করা হয়। বিতরণকৃত এ ধানের চারা তৈরি করা হবে ট্রের উপরে। বিতরণকৃত এ ধানের বীজ থেকে চারা উৎপাদনের জন্য সাড়ে ৪ হাজার ট্রে বিতরণ করা হয়। ১ ট্রেতে উৎপাদিত ধানের চারা এক শতক জমিতে রোপন করা যাবে। রাইচ ট্রাস প্লান্টার মেশিনের সাহায্যে জমিতে এ ধানের চারা সারিতে রোপন করা যাবে। ট্রেতে ধান বোপনের ২৫/২৭ দিনের মধ্যে ধানের চারা রোপন উপযোগী হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button