বিদ্যুৎ গ্রাহকের সাথে দুর্ব্যবহারে দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ রুগ্ন ক্ষুদ্র শিল্পে বিদ্যমান থ্রী ফেজ প্রিপেইড মিটারের দীর্ঘ সাত বছরের মিনিমাম চার্জের বড় রকমের একটি বিদ্যুৎ বিল আদায়ে খুলনার শেখপাড়াস্থ ওজোপাডিকোর বিবিবি-৪ বিদ্যুৎ অফিসে ডেকে নিয়ে বয়স্ক বিদ্যুৎ গ্রাহক বিশিষ্ট সমাজসেবক কাজী নুরুল ইসলামের সাথে উক্ত দফতরের উপ-সহকারী প্রকৌশলী আল মামুন চৌধুরীর উদ্দেশ্যমূলকভাবে দুর্ব্যবহার ও হুমকি প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, পরিষদের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক, সভাপতি শেখ মুহা. সাহেব আলি, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ রেহানা ঈসা, মহাসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পরিষদের সিনিয়র নেতা এস এম আকবর হোসেন, আফরোজা আক্তার মঞ্জু, এডভোকেট শেখ হাফিজুর রহমান, অধ্যাপক এম এ মান্নান বাবলু, এডভোকেট শহিদুল ইসলাম, হুমায়ুন কবীর, সাংবাদিক এস এম রাসেল আমিন প্রমূখ।