স্থানীয় সংবাদ

কেসিসির ৩০নং ওয়ার্ডের মতিয়াখালী খাল পরিচ্ছন্নের দাবিতে এমএএফ’র স্মারকলিপি

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন ৩০নং ওয়ার্ডের মতিয়াখালী (ক্ষেত্র খালী) খালে পরিচ্ছন্ন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের (এমএএফ) নেতৃবৃন্দ। এ দাবিতে নেতৃবৃন্দ রোববার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ চলছে। কিন্তু মহানগরীর ৩০নং ওয়ার্ডের মতিয়াখালী খালের প্রবেশ মুখ এখন বন্ধ। সেখানে ময়লা আবর্জনা জমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা দরকার। এ অবস্থায় সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিক সেবা প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ পূর্বক বিষয়টিকে জরুরী ভিত্তিতে সমাধান এবং গুরুত্ব সহকারে বিবেচনার জন্য হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং এমএএফ’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সংগঠনের উপদেষ্টা ম-লীর সদস্য শামীমা সুলতানা শিলু, এমএএফ’র সদস্য সাংবাদিক সোহরাব হোসেন, সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান, জেসমিন সুলতানা বিথী, সরকারি আযম খান কমার্স কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন ভুইয়া শামিমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের তরুন নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button