সভাপতি পদে এ্যাড. (বাবু) সহ অন্যান্য পদে মনোনয়ন পত্র জমা দিলেন ৫ জন

# খালিশপুর থানা বিএনপি’র দ্বি-বাষিক নির্বাচন
স্টাফ রিপোর্টার : খালিশপুর থানার বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচন হচ্ছে আগামী ১১ ডিসেম্বর। সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩জন। এ সময় খালিশপুর থানা বিএনপি’র সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন ৯নং ওয়ার্ডের সদ্য পদত্যাগ করা সভাপতি এ্যাডভোকেট মোহাম্মাদ আলী (বাবু)। গতকাল দুপুর দুইটায় কেডি ঘোষ রোডে অবস্থিত খুলনা মহানগর বিএনপি’র কার্যালয়ে দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম (টিপু) কাছে মনোনয়ন পত্র জমা দেন তরুণ প্রজম্মের আস্থাভাজন তরুণ নেতা এ্যাডভোকেট (বাবু)। এসময়ে শত শত নেতা কর্মিরা শ্লোগান দিতে থাকেন। এসময়ে উপস্থিত বিএনপি’র নেতা মোঃ নাজিম হোসেন বলেন, আমাকে হাসিনা সরকারের সময়ে জামিন অযোগ্য নাশকতার একটি মামলায় জড়িয়ে দেয়। তখন অনেক নেতা কর্মিরা লুকিয়ে থাকলেও বাবু ভাই আমাকে বিনা পয়সায় অনেক চেষ্টা করে জামিন করিয়ে দেয়। আমি একা না আমার মত শতশত নেতা কর্মিদের পাশে দুর্দিনে তিনি পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন। তিনি একজন ন¤্র,ভদ্র উচ্চ শিক্ষিত একজন পরিক্ষিত নেতা। মূলতঃ আগামী ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে বিএনপি’র দ্বি-বাষিক নির্বাচন। খালিশপুর প্রভাতি স্কুল মাঠ প্রাঙ্গনে বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে নির্বাচন। কেসিসি’র মোট ৯টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৬৩৯ জন। এছাড়া খালিশপুর থানা বিএনপি’র সভাপতি পদে লড়ছেন দুইজন বর্তমান আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম আর প্রতিদ্বন্দী হিসেবে লড়ছেন এ্যাডভোকেট মোহাম্মাদ আলী বাবু।