ডুমুরিয়ায় ভবন নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণ করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ডিসেম্বর বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের বাসিন্দা মো আজিজুর রহমান খাঁন। লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামে আমার শরীকদের সাথে জমিজমা নিয়ে আমার আপন ভাইপো ভাইদের মধ্যে আমাকে বিবাদী করে খুলনা সিনিয়র সহকারী জজ আদালতে দেঃ ২৮/২১ নম্বর মোকদ্দমা হয়। উক্ত মোকাদ্দমাটি চিরস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। গত ১৩ নভেম্বর আদালত থেকে আমার বিরুদ্ধে একটি রায় হয়। আমি উক্ত রায়ে অসন্তুষ্ট হয়ে উচ্চ আদালতে দেঃ আপীল-২৫৩/২০২৪ নম্বর মোকদ্দমা দায়ের করি। উচ্চ আদালত আমার পক্ষে নি¤œ আদালতের রায় ডিক্রী স্থগিত সকল কার্যক্রম স্থগিত করে দেন। উক্ত রায় ডিক্রী স্থগিত করে দিলেও আমার বিরুদ্ধ পক্ষ আবুল কালাম আজাদ, শাহরিয়া রহমান খাঁন, সেলিম হোসেন খাঁন গং তাদের অত্যাচার ও অন্যায় দাপটে আমার নালিশী জমির উপর স্থগিত আদেশ অমান্য করে পাকা ঘরবাড়ী করছে। তিনি আর বলেন, আমি নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে প্রথমে জিডি করি। পরবর্তীতে উচ্চ আদালতের স্থগিত আদেশসহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের এম.পি- ৭৯৫/২০২৪ নম্বর মোকদ্দমার সংশ্লিষ্ট ওসি’র উপর নির্দেশনাসহ দরখাস্ত দায়ের করলেও কোন এক অদৃশ্য শক্তির বুনিয়াদে আমার বিরোধী পক্ষ কোন কিছু তোয়াক্কা না করে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বাড়ীর কার্যক্রম চালাচ্ছে। আমার বিরোধী পক্ষ পুলিশের কোন কথা শোনে না, তারা পুলিশকে উচ্চস্বরে বলে যে, আপনারা আমাদের কাজে কেন ব্যাঘাত ঘটাচ্ছেন। যান এখান থেকে। এই যদি হয় অবস্থা তাহলে সাধারন শান্তিপ্রিয় আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষের অবস্থা কি হবে। আমার প্রশ্ন। বিজ্ঞ আদালতের যে কোন আদেশ ঊীবপঁঃরড়হ করার দায়িত্ব সংশ্লিষ্ট খধি ভড়ৎপব অমবহপু এর কিন্তু তারা সেটা কঠোরভাবে কোন ভূমিকা না নেওয়ার কারনে বিজ্ঞ আদালতের আদেশ ভূলুন্ঠিত হচ্ছে।