স্থানীয় সংবাদ
ব্রাদার্স ইউনিয়ন খুলনার এডহক কমিটি গঠণ

# আহবায়ক রিজভী : সদস্য সচিব আদিল #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার ঐতিহ্যবাহি ক্লাব সংগঠণ ব্রাদার্স ইউনিয়নের ১১সদস্য বিশিষ্ট এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির আহবায়ক হলেন হাছান মেহেদী রিজভী এবং সদস্য সচিব আদিলুজ্জামান আদিল। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির সদস্যরা হলেন মো. মোস্তাফিজুর রহমান নবাব, এস এম আল বেলাল, মো. শাহজাহান শেখ, হাজী শওকত আলী, সাহিদুল ইসলাম সাঈদ, জাবেদ এলাহী, হাজী মো. আশফাক মামুন ইমন, মো. হেলালুর রহমান হেলাল ও মো. মাহমুদ আলী মাবু। সভায় ক্লাবের উন্নয়ন, খেলাধুলা পরিচালনা এবং সদস্যদের চাঁদাসহ একাধিক সিদ্ধান্ত গৃহিত হয়।