স্থানীয় সংবাদ

জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিশ ও মুখপাত্র সামান্তা

# খুলনা বিভাগের ৩ থানায় ‘প্রতিনিধি কমিটি’ ঘোষণা #

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ‘মূখ্য সংগঠক’ পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিশ আলম এবং মুখপাত্র হিসেবে সামান্তা শারমিনকে মনোনীত করা হয়েছে। সোমবার জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল পেজে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সারজিশের মূখ্য সংগঠক মনোনিতের খবর প্রকাশ করা হয়। আর এদিকে গত রবিবার দিনগত রাতে কমিটির অফিসিয়াল পেজে ‘প্রতিনিধি কমিটি’র চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। যেখানে খুলনা বিভাগের ৩ থানার ‘প্রতিনিধি কমিটি’ ঘোষণা করা হয়। যার মধ্যে রাইজিং কর্মসূচির অংশ হিসেবে খুলনা সদর থানায় ১৭০, কুষ্টিয়া সদর থানায় ২০২ ও বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ৯৩ সদস্য বিশিষ্ট ‘প্রতিনিধি কমিটি’ দেয়া হয়েছে। জুলাই’২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত আন্দোলনকারীর সমন্বয়ে গঠন করা হয়েছে এই ‘প্রতিনিধি কমিটি’। কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত তানজিল মাহমুদ, মেসবাহ কামাল ও আব্দুল্লাহ আল মামুন ফয়সালের সুপারিশে আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এ কমিটির অনুমোদন দেন। এর আগে, গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। ওইদিন নতুন এই রাজনৈতিক প্লাটফর্মের ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি থানার ইউনিয়ন ও নগরের ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধি কমিটি ঘোষণা করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button