স্থানীয় সংবাদ

যশোরের সীমান্তবর্তী শার্শার বাগআঁচড়া গ্রামে দুই মাথা নিয়ে শিশুর জন্ম ও মৃত্যু

যশোর ব্যুরো ঃ সোমবার ৯ ডিসেম্বর যশোরের শার্শার উপজেলার বাগআঁচড়ায় একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা নিয়ে এক ছেলে শিশুর জন্ম হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটির মা সুস্থ্য আছেন। তবে জন্মের পর শিশুটি অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু য়েছে। সোমবার ৯ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় বাগআঁচড়া নার্সিং হোমে ডাক্তার এবিএম আক্তার মারুফের তত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা নূরুন নবী উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রতœা খাতুন।
নূরুনবী জানান, তারা জানতেন স্ত্রীর জমজ সন্তান হবেন। সোমবার রাত ৮ টার দিকে স্ত্রীর প্রসব বেদনা উঠলে বাগআঁচড়া নার্সিং হোমে নিয়ে ভর্তি করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলে শিশুর জন্ম হয়। দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ভাবে ছিল। জন্মের পর রাতেই শিশুটিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। তবে ওখানে ভর্তির ২ ঘন্টা পর শিশুটি মারা যায়।
বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বেলায়েত হোসেন বলেন, কনজয়েনড টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় আলাদা না হওয়ার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এই বাচ্চাগুলো পেটের মধ্যেও অনেক সময় মৃত্যু হতে পারে এবং অনেকের জন্মের পরও মৃত্যু হতে পারে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button