তেরখাদায় ২ বেকারীতের ভ্রাম্যমান আদালতে জরিমানা
তেরখাদা প্রতিনিধি ঃ গতকাল বিকেল ৩টায় তেরখাদার কাটেংগা বাজারে ১টি ও তেরখাদা বাজারে ১ টি বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আর্থিক সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিকেল ৩টায় তেরখাদার কাটেংগা বাজারে পুরাতন সোনালী ব্যাংকের পশ্চিম পার্শ্বে মামুন মন্ডলের বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখি শেখ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনার সহকারী পরিচালক মোঃ অলিদ বিন হাবিব। বেকারীতে পচা, বাসী, মেয়াদোত্তীর্ন খাদ্য দ্রব্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারামতে মামুন মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে তেরখাদা বাজারে অপু সাহার পাউ রুটির বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে একই আইনের ৩৭ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন মোবাইল কোর্টের পেশকার মোঃ সোহেল রানা, পুলিশ প্রশাসন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, সাংবাদিক রাসেল আহমেদ প্রমুখ।