আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনআন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

খবর বিজ্ঞপ্তি ঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে গতকাল সকাল দশটায় সোনাডাঙ্গা সিএম কেএস এর অফিসের সামনে মানববন্ধন শেষে সিএম ক্যাশ এর অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস, ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এর সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএম কেএস এর নির্বাহী পরিচালক মোঃ আবুল হোসেন, এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সি ডব্লিউ এফ এর পরিচালক ও সি ডব্লিউ এফ এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক। দৈনিক প্রবাহ এলায়েন্স এর প্রজেক্ট কোয়ার্ডিনেটর ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির,সি ডব্লিউ এফ এর এডভোকেসি ও কমিউনেকেশন অফিসার ইভানা আফরিন। অনুষ্কাশটির সঞ্চালনা করেন সিএম কেএস এর প্রজেক্ট কর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান