স্থানীয় সংবাদ

চুলকাটিতে বসতবাড়ী ভাংচুর ও মালামাল লুট আহত ২

চুলকাটি প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামে প্রকাশ্যে দিনদুপুরে সন্ত্রাসীদের হামলায় বসতবাড়ী ভাংচুর ও আহত ২, আহতরা হলেন রুপা বেগম ২ে৮), তহমিনা বেগম(৩৫) আহত রুপা বেগমকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে (৭ ডিসেম্বও) আনুমানিক বেলা ১২ টার সময় সৈয়দপুর গ্রামের আশরাফ মোড়লের পুত্র শফিকুল মোড়লের বাড়িতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বাবুল মোড়লের নেতৃত্বে ভাড়াটিয়া ৯ থেকে ১০ জন সন্ত্রাসী সংবদ্ধভাবে লোহার রড, লাঠি সোটা নিয়ে এ হামলা চালায়। পারিবারিক সূত্রে জানাযায়, ঘটনার দিন বাবুল মোড়ল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বাড়ীতে অবৈধ ভাবে প্রবেশ করে বেধড়ক মারপিট ঘরবাড়ী ভাংচুর করে নগদ বত্রিশ হাজার টাকা, একটি টাচ মোবাইলফোন স্বর্ণাংকারসহ মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী রুপা জানায় আমি ও আমার ননদ বাড়িতে থাকা অবস্থায় বাবুল মোড়ল ও তার ভাড়াটিয়া সন্ত্রাষীদের নিয়ে আমার বসতবাড়িতে হামলা চালায় এছাড়া আমাদের জীবন নাশের হুমকি দেয়। ভুক্তভোগী রুপা বেগম বাদী হয়ে ৩জন ও অজ্ঞাতনামা ৯/১০ জন আসামী করে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন আশরাফ মোড়লের পুত্র বাবুল মোড়ল (৪০), নুরনবী শেখের স্ত্রী জীবুন বেগম(৪৫), মহিউদ্দিন শেখের স্ত্রী রুপা বেগম (২৫) ও অজ্ঞাতনামা ৯/১০ জন। হামলাকারী বাবুল মোড়লের বোন জীবুন বেগম এর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন। এব্যাপারে বাগেরহাট সদর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাইদুর রহমান এর সাথে কথা হলে তিনি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেবেন বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button