স্থানীয় সংবাদ
সন্ত্রাসীদের হামলায় আহত হলেন পাইকগাছার মিঠুন

স্টাফ রিপোর্টার ঃ পূর্ব শত্রুতার জের ধরে পাইকগাছার মিঠুন হরির উপর হামলা করল ১০ থেকে ১২জন সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে মিঠুন হরির সাথে পাইকগাছার হরিদাশ কাঠি মৌজার ৬০ শতক জমি নিয়ে বেশ কিছু দিন ধরে অভিযুক্তদের বিরোধ চলছিলো। ৭ ডিসেম্বর শনিবার দুপুরে ভুক্তভোগী তার জমিতে কাজ করছিলো এমন সময় পাইকগাছার হরিঢালির উলুডাংগা গ্রামের মৃতঃ কার্তিক দত্ত চৌধুরির ছেলে পবিত্র দত্ত চৌধুরির নেত্রীতে ১০-১২ জন সন্ত্রাসী দেশিও অস্ত্র দিয়ে মৃতঃ অরুন হরির ছেলে মিঠুন হরির উপর হামলা করে করে। পরবর্তীতে ভুক্তভোগীর ভাই ও স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করে। এবিষয়ে ভুক্তভোগী ও তার পরিবার ক্ষোভ প্রকাশ করে ।