আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের আলোচনা ও র্যালী

# বিশ্ব মানবাধিকার দিবসে #
খবর বিজ্ঞপ্তিঃ “সবাই মিলে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি, সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য” এ স্লোগানের আলোকে ১০ ডিসেম্বর বেলা ১২টায় খুলনা রেল স্টেশনের সামনে বিশ্ব মানবাধিকার দিবসে খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের উদ্যোগে আলেচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। সংগঠনের নির্বাহী সদস্য আব্দুস সালাম মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক শাহবাজ জামান। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার ব্যক্তিত্ব ওয়াহিদ মুরাদ, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর রহমান মিনা। আলোচনা করেন ও উপস্থিত ছিলেন এস এম মমিনুর রহমান, কাজী মিজানুর রহমান মিজান, লাইফ মেম্বার বিবেকানন্দ ঢালী, সাংস্কৃতিক সম্পাদক আপেল মাহমুদ, সাংবাদিক মামুন রেজা, সুব্রত বিকাশ ম-ল, রাসেল মিনা, নাঈম হাসান, শেখ মাঈনুল ইসলাম, সাকিব হোসেন শোভন, জসিম সরদার, কাজী রায়হান হোসাইন, শেখ আরিফুল ইসলাম, মোঃ মাহফুজুর রহমান, আব্দুল কুদ্দুস, গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।