স্থানীয় সংবাদ

যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

যশোর ব্যুরো ঃ যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার ১১ ডিসেম্বর যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা,অবৈধ আগ্নেয়াস্ত্রবহন, অগ্নিসংযোগ ও বোমাবাজি এবং জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যশোর ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর দেবব্রত জানান, যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু ৫ আগষ্ট সরকারের পতন হলে পালিয়ে যায়। তার আগের দিন ৪ আগষ্ট তার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী যশোর শহরের লালদীঘি পাড়ের জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এর পরের দিন বৈষম্য বিরোধী ছাত্র জনতার দূর্বার গণআন্দোলনে স্বৈরাচার ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার পালানোর খবর প্রচারিত হলে যশোর জেলা আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যশোরের ৬টি সংসদীয় আসনের এমপিরা পালিয়ে যান।সেই পলায়নের তালিকায় বিপুরও নাম ছিলো। এর কয়েকদিন পর এ্যাড. আব্দুল গফুর বাদী হয়ে জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেন।সেই মামলায় বিপুকে এক নম্বর আসামী করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিপু যশোরে ফিরে ফের আওয়ামী রাজনীতিতে সরব হওয়ার চেষ্টা করেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের সরকার বিরোধী উস্কানী মূলক পোষ্ট দিয়ে দলের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করেন।
পুলিশ বলছে,গতকাল বিকেলে আওয়ামীলীগ নেতা মাহামুদ হাসান বিপু বেশ কয়েকজন দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার এলাকায় সরকার বিরোধী জনমত গঠনের রক্ষ্যে রাজনৈতিক আলাপ আলোচনা করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত আসামী বিপুকে আটক করে। জিঙ্গাসাবাদ শেষে বিপুকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয় বলে ডিবির ইনচার্জ দেবব্রত জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন,আওয়ামীলীগ নেতা বিপুর বিরুদ্ধে জেলা বিএনপি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের পৃথক দুটি মামলা ছাড়াও অস্ত্র ও বোমাবাজি, টেন্ডারবাজি, বিএনপি নেতা অমিতের গাড়ি বহরে হামলা, ভাংচুরসহ একাধিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button