স্থানীয় সংবাদ

নওয়াপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন

# সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর #

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৪ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক সুনীল দাস, নির্বাচন কমিশনের সদস্য এস এম ফারুক আহমেদ ও এস এম আবিদ হাসান নির্বাচনে ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি এস এম মুজিবর রহমান (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান (দৈনিক নয়া দিগন্ত) নির্বাচিত হয়েছেন। অন্যান্য নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোজাফফর আহমেদ (দৈনিক স্পন্দন), সহ সভাপতি এস এম খায়রুল বাশার (যশোর বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেন (ভেইলি নিউ নেশন), কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান (দৈনিক প্রতিদিনের সংবাদ), দপ্তর ও গণ সংযোগ সম্পাদক শাহিন হোসেন (দৈনিক সময়ের খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম আলাউদ্দিন (দৈনিক ভোরের ডাক), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয় (দৈনিক সময়ের আলো), তথ্য ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন (দৈনিক যুগান্তর), নির্বাহী সদস্য নজরুল ইসলাম মল্লিক (দৈনিক ইনকিলাব) ও নির্বাহী সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ (দৈনিক দিনকাল) নির্বাচিত হন। কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম ও নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button