মশিয়ালীতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

# একতা তরুন সংঘের আয়োজনে #
স্টাফ রিপোর্টার ঃ মশিয়ালী একতা তরুন সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন গতকাল বিকাল ৩টায় মশিয়ালী আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম , আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার সভাপতিত্বে অনন্যদের উপস্তিত ছিলেন বিএনপি নেতা ইউপি সদস্য সৈয়দ হাফিজুর রহমান সাফি, সরদার ফজলুর রহমান, মোঃ গোলাম সরোয়ার , সরদার নজরুল ইসলাম , গাজী মোনতাজ উদ্দিন, শরিফ ওবায়দুর রহমান চয়ন , মোল্লা শরিফুল ইসলাম , মোঃ হাদিউজ্জামান ,সরদার ইলিয়াজ হোসেন , মোঃ মনজুরুল ইমাম , রেজা গাজি , মোঃ জিয়াউর রহমান , মোল্লা লিমন হোসেন , মোঃ তৌহিদুল ইসলাম , মোঃ আবুল কালাম , মোঃ লুৎফর রহমান লিটন, মোঃ রানা , মোঃ বিপু , মোঃ মিন্টু সরদার , মোঃ কামাল হোসেন , মোঃ সবুজ , মোঃ ইমরান।