খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
# মন্টু আহবায়ক ও বাবু সদস্য সচিব #
স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা বিএনপির কমিটি প্রায় তিন মাস পর ঘোষণা করা হয়েছে। শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। আংশিক কমিটিতে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে অ্যাড. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। প্রায় তিন মাস কমিটি ছাড়া খুলনা জেলা বিএনপির কাজ মুখ থুবড়ে পড়ে। এর আগে ২০২১ সালের ৯ ডিসেম্বর আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক ও এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন। জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা বলেন, সময় উপযোগি জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। তরুণ ও সাবেক ছাত্রদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এদের বলিষ্ঠ নেতৃত্বে জেলা বিএনপি সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদী। এ জন্য তিনি তারেক রহমানকে অভিনন্দন জানান।