স্থানীয় সংবাদ
বটিয়াঘাটায় বাসা থেকে বেরিয়ে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা নিখোঁজ!

স্টাফ রিপোর্টার ঃ বটিয়াঘাটায় পুটিমারী রেল ব্রিজ জব্বার সড়ক এলাকা থেকে নিখোঁজ হলেন জোহরা বেগম (৮৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা। বৃহস্পতিবার সকাল ৯টায় ওই বৃদ্ধা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ওই বৃদ্ধাকে ফিরে পেতে তার স্বজনরা ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও তাকে কোন জায়গায় খুঁজে পাওয়া যায়নি। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় পুটিমারী রেল ব্রিজ জব্বার সড়কের বাসা থেকে বের হয়ে যায় বৃদ্ধা জোহরা বেগম। এসময় তার পরনে ছিলো খয়রি কালারের একটি ম্যাক্সি এবং সাদা একটি চাদর আর বাদামি কালারের একটি জ্যাকেট। হাতে একটি বেতের লাঠিও ছিল। সে মানসিক ভারসাম্যহীন। কথা বলতে পারে এবং মেয়ে ও জামাইদের নামও বলতে পারে। মাকে ফিরে পেতে বৃদ্ধের মেয়ে জামাইরা বিভিন্ন এলাকায় মাইকিংও করতেছেন।