স্থানীয় সংবাদ

যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত

খবর বিজ্ঞপ্তি ঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নৌবাহিনীর সকল নৌ অঞ্চলে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার বাদ যোহর নৌ অঞ্চলসমূহের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ্’র সমাধিস্থলে ‘গার্ড অব অনার’ ও পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঢাকা সদর ঘাঁটে বানৌজা কুশিয়ারা, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জে বানৌজা সুরমা, চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান, বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল খুলনায় বানৌজা পদ্মা, দিগরাজ মোংলা নেভাল বার্থে বানৌজা তুরাগ, বিআইডব্লিউটিএ ঘাঁট বরিশাল এ বানৌজা মহিবুল্লাহ, এবং পায়রা বন্দর (সার্ভিস জেটি) পটুয়াখালীতে বানৌজা অপরাজেয় দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন করতে পেরে জনসাধারণ অত্যন্ত উচ্ছ্বসিত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button